সুশান্ত সিং রাজপুত আত্নহত্যা মামলার তদন্ত করছে মুম্বাই পুলিশ।তদন্তের স্বার্থে ইতিমধ্যে অনেক তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে তারা।এবার জিজ্ঞাসাবাদের তালিকায় কঙ্গোনা রানাউত ও সঞ্জয় লীলা বানসালিরমত চলচ্চিত্র তারকার নাম উঠেছে।
বান্দ্রা পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সুশান্ত সিং এর আত্নহত্যার বিষয়ে তদন্ত করা হচ্ছে।তদন্তের স্বার্থে আপাত কিছু বলতে চাচ্ছে না।
এদিকে বি-টাউনে জোর গুঞ্জন পুলিশ কঙ্গোনা রানাউত, শেখর কাপুর ও সঞ্জয় লীলা বানসালিকে তলব করতে পারে।বানসালির ‘গোলিও কি রাস লীলা রামলীলা’ ছবিতে প্রথমে সুশান্তের অভিনয় করার কথা ছিল পরে তাকে সরিয়ে সেখানে রনবীর সিংকে নেয়া হয়। ছবি থেকে সুশান্তকে বাদ দেয়ার কারণ জানতে চাইতে পারে পুলিশ।
পুলিশকে তদন্তে সহযোগিতা করতে কঙ্গোনা রানাউত ও শেখর কাপুরকে ডাকা হবে বলেও জানা যায়।এর আগে সুশান্ত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারার’ নায়িকা সঞ্জনাকে প্রায় ৯ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।