আবহাওয়া প্রতিকূলতার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ সকালে বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকার কারণে নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চ রাতে ছাড়ার নিয়ম থাকায় এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
এদিকে আজ সন্ধ্যা ৬টা নাগাদ নৌবন্দরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ২নং (পুনঃ) ২নং নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১নং (পুনঃ) ১নং নৌ-হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।