হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আলাদা আলাদা বার্তায় গভীর শোক জানান তারা। এদিন সন্ধ্যায় রাজধানীর রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরো পড়ুন:-
১. ছাত্র বিক্ষোভে উত্তাল প্রসিদ্ধ হাটহাজারী মাদ্রাসা
২. হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী মারা গেছেন
এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তাকে ঢাকায় আনা হয়েছিল।পরে তাকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আল্লামা আহমদ শফী ১৯২০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়াটিলা গ্রামে জন্মগ্রহণ করেন।১০ বছর বয়সে হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন তিনি। ১৯৪১ সালে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হয়ে চার বছর হাদিস, তাফসির, ফিকাহ শাস্ত্র অধ্যয়ন করে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। ১৯৪৬ সালে দারুল উলুম হাটহাজারীতে শিক্ষক হিসেবে নিযুক্ত হন।পরে ২০১০ সালের ১৯ জানুয়ারি দারুল উলুম হাটহাজারী মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হয়। তিনিই এর প্রতিষ্ঠাতা আমির মনোনীত হন।
উল্লেখ্য, সম্প্রতি হাটহাজারী মাদরাসায় ছাত্র বিক্ষোভের ঘটনায় তিনি বার্ধক্যজনিত কারন দেখিয়ে মাদরাসার মুহতামিম পদ থেকে পদত্যাগ করে শুরা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এদিকে তিনি দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলেও জানা যায়।