উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতে উত্তর ও পূর্বাঞ্চলের ৭ জেলা একযোগে বন্যা কবলিত হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরও দুই জেলা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে -কুড়িগ্রাম,গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, জামালপুর, সিলেট ও সুনামগঞ্জ রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী দুই সপ্তাহ ধরে দেশের ১৮ জেলায় বন্যা হতে পারে।পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, আত্রাই ও হাওর এলাকার নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করে যেতে পারে।এর মধ্যে প্রথম সপ্তাহে অন্তত পাঁচটি নদীর পানি বেড়ে পাশের জেলাগুলোয় ছড়িয়ে পড়তে পারে। আর পরবর্তী এক সপ্তাহ লাগবে পানি নামতে।
সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরো জানায়,আগামী ৪৮ ঘন্টার মধ্যে সিরাজগঞ্জ ও বগুড়া জেলা আক্রান্ত হবে।