মহামারী করোনা পরিস্থিতিতেও সচেতন নয় দেশের জনগণ। জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদফতরের এক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায় দেশের মোট জনসংখ্যার প্রায় ৫১.৬ শতাংশ করোনা সংক্রমণ প্রতিরোধ সম্পর্কে জানেন। তবে এই জনসংখ্যার মধ্যে মাত্র ৫২ শতাংশ লোক মাস্ক ব্যবহার করেন। আর বাকি ৪৮ শতাংশ লোক মাস্ক ব্যবহার করে না।
রাজধানীর বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত এবং মেডিকেল ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে কোভিড-১৯ সম্পর্কে সচেতনতার ব্যাপ্তি, মনোভাব এবং এর প্রয়োগ নিরূপণের লক্ষ্যে জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা যৌথভাবে ৩টি গবেষণা করে। আর এই গবেষণার ফল বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণমাধ্যমে শেয়ার করা হয়।
দেশে প্রথম ৮ই মার্চ করোনা রোগী ধরা পড়ে। এবং ১৮ই মার্চ প্রথম ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে। আর উক্ত গবেষণাটি মার্চ থেকে আগস্ট প্রায় ৬মাস ধরে করা হয়। আর এ গবেষণার অংশগ্রহণকারী ছিলেন প্রায় ১ হাজার ৫৪৯ জন।