গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্তের সংখ্যা এক হাজার ২০৩ জন।এর মধ্যে ২৩ জন প্রাণ হারিয়েছেন।এখন পর্যন্ত সব মিলিয়ে মারা গেছেন ৫ হাজার ৫০০ জন।আর দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।
দেশে করোনা ভাইরাসের সর্বশেষ সংক্রমণ পরিস্থিতি নিয়ে শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরো পড়ুন:-
১.দেশে প্রতিমাসে এক কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের প্রস্তুতি
২. গুম হয়েছেন বেলারুশের বিরোধী নেত্রী
ব্রিফিংয়ে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন। সব মিলে সুস্থ হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।আর গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৭৩ টি নমুনা সংগ্রহ আর ১০ হাজার ৮৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।আর এখন পর্যন্ত ২০ লাখ ৬১ হাজার ৫২৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে ৯৪টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে।