গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ৯৯৬ জন।এর মধ্যে ৩৩ জন প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত সব মিলিয়ে মারা গেছেন ৩ হাজার ৪৭১ জন।আর দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জনের। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।
দেশে করোনা ভাইরাসের সর্বশেষ সংক্রমণ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ( ১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। সব মিলে সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।আর গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে আর ১৪ হাজার ৮২০ নমুনা টি পরীক্ষা করা হয়েছে।আর এখন পর্যন্ত ১২ লাখ ৮৭ হাজার ৯৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে ৮৩টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে।