গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ৫৮২ জন।এর মধ্যে ৩৫ জন প্রাণ হারিয়েছেন।এখন পর্যন্ত সব মিলিয়ে মারা গেছেন ৪ হাজার ৩৫১ জন।আর দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছে ৩ লাখ১৭ হাজার ৫২৮ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১১ হাজার ১৬ জন।
দেশে করোনা ভাইরাসের সর্বশেষ সংক্রমণ পরিস্থিতি নিয়ে বুধবার ( ০২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরো পড়ুন:-একুশে আগস্ট গ্রেনেড হামলা বেগম জিয়ার জ্ঞাতসারেই হয়েছে:তথ্যমন্ত্রী
ব্রিফিংয়ে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। সব মিলে সুস্থ হয়েছেন ২ লাখ ১১ হাজার ১৬ জন।আর গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৩৪ টি নমুনা সংগ্রহ আর ১৫ হাজার ২০৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।আর এখন পর্যন্ত ১৫ লাখ ৭৭ হাজার ৬১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে ৯২টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে।