রবিবার (২৩ই আগস্ট) বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
রুমিন ফারহানা গত ১২ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন যে তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর থেকে তিনি নিজ বাসায় অবস্থান করেন।
গতকাল বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন,ব্যারিস্টার রুমিন ফারহানার করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। করোনা আক্রান্ত হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তার বাসায় অবস্থান করছিলেন।
তিনি আরও জানান ,রুমিন ফারহানা এখন একদম সুস্থ আছেন এবং সবার নিকট দোয়া চেয়েছেন।