ঢাকায় প্রতি বর্গফুট কোরবানির পশুর চামড়ার দাম ৩৫টাকা থেকে শুরু করে ৪০ টাকা এবং ঢাকার বাহিরে ২৮ টাকা থেকে শুরু করে ৩২টাকা নির্ধারণ করা হয়েছে।একইসাথে প্রতি বর্গফুট খাসির চামড়া ১৩ টাকা থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এদিকে সারাদেশের জন্য একই থাকবে খাসির চামড়ার দাম।আসন্ন ঈদুল আযহায় চামড়া ক্রয়-বিক্রয় ও বিপণনের প্রক্রিয়া সম্পর্কিত এক অনলাইন সভায় এ দাম নির্ধারণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এদিকে লবণ দেয়া ছাড়া কোন কাঁচা চামড়া ঢাকায় আনা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী।গতবারের মত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দাম কিছুটা কমানো হয়েছে। এছাড়া চামড়া পাচার ঠেকাতেও সরকারের কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়ার নির্ধারিত মূল্য নিশ্চিতকরণ,যথাসময়ে লবণ লাগানো নিশ্চিত করতে হবে।এ বছর চামড়া যাতে নষ্ট না হয় এবং নির্ধারিত মূল্য নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং কঠোরভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা পর্যায়ে মনিটরিং করবে।এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় (আজ) রাত ১০টার পর থেকে সারাদেশে চামড়া কেনা বেচা নিষিদ্ধ করার দাবি জানান ট্যানারি মালিকরা।এর আগে গত বছর ঢাকায় প্রতি বর্গফুট কোরবানির পশুর চামড়ার দাম ৪০টাকা থেকে শুরু করে ৪৫ টাকা এবং ঢাকার বাহিরে ৩৫ টাকা থেকে শুরু করে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।