লাশের ব্যবসা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২ গ্রুপের কর্মচারীদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।চিকিৎসা কার্যক্রম সুষ্ঠভাবে চলমান রাখতে জরুরী বিভাগে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের পাশে লাশ পরিবহনের এ্যাম্বুলেন্স রাখা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি খালেক ও ঢাকা মেডিকেল ইউনিট আওয়ামী লীগ সভাপতি গ্রুপের মধ্যে শুক্রবার (২৪ জুলাই) বিকালে হাতাহাতির ঘটনা ঘটেছে।এতে খালেকের অনুসারী হিসেবে পরিচিত মো. সাজ্জাদ (২৬), আয়েশা (৩৪), মোস্তফা (২৮) এবং আলামিন (২০) আহত হয়েছেন।আহতরা ঢামেকের জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় ঢামেক কর্মরত জরুরী বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসক জানান, ঢাকা মেডিকেলে আসলে কর্মচারীদের দাপট এত বেশি যে, চিকিৎসকরাই তাদের কাছে অসহায়।অনেকে কর্মচারী ও চিকিৎসকদের ফারাক বুঝতে না পারায় তাদের অপকর্মের কারণে মানুষের মাঝে চিকিৎসকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।