ধর্ষণ-নিপীড়নের বিচারহীনতার বিরুদ্ধে নোয়াখালী অভিমুখে লংমার্চ শুরু করেছে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক মঞ্চের আন্দোলনকারীরা।বাম ধারার রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর এই মঞ্চ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে এ লংমার্চ শুরু করে।
এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স জানান, লংমার্চটি শাহবাগ থেকে শুরু হয়ে গুলিস্তান হয়ে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় যাবে। সেখান থেকে সোনারগাঁও হয়ে কুমিল্লায় পৌঁছাবেন শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে।
কুমিল্লা শহরে সংক্ষিপ্ত সমাবেশ করার পর লংমার্চ যাবে ফেনীতে। শনিবার (১৭ অক্টোবর) ফেনী শহরে সমাবেশ শেষে দাগনভুঞা, নোয়াখালীর চৌমুহনী হয়ে যাবে বেগমগঞ্জের একলাসপুর।শনিবার (১৭ অক্টোবর) বিকালে সেখান থেকে মাইজদী কোর্টে। সেখানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে লংমার্চ।
লংমার্চের আগে রাজধানীর শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা বলেন, সারা দেশে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ধর্ষণ অভয়ারণ্য তৈরি হয়েছে, যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, তা জনগণ কোনোভাবেই মে