ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ফুল বিক্রি করা পথশিশু জিনিয়াকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে উদ্ধার করেছে। এক তরুণীকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিনিয়াকে নানা প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে নিয়ে গিয়েছিল। শিশুটিকে কোন উদ্দেশে নিয়ে গিয়েছিল তা আমরা জানার চেষ্টা করছি।
উল্লেখ্য, জিনিয়া গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই জিনিয়ার মা সেনুরা বেগম মেয়েকে নিয়ে থাকেন। জিনিয়াকে খুঁজে না পেয়ে তিনি শাহবাগ থানায় একটি জিডি করেন।
জিনিয়ার সন্ধানে অনলাইনে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। জিনিয়া ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আদরের