জামালপুর জেলার মাদারগঞ্জে নিজ ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- চর গোপালপুর গ্রামের কাঠ ব্যবসায়ী হারুন অর রশীদের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩২) ও তাদের ৩ বছর বয়সী ছেলে।
মাদারগঞ্জ থানার ওসি মো. রফিকুর ইসলাম বলেন, ভোরে গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের হারুনুর রশিদের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩৮) ও ছেলে তৌফিকুল ইসলাম তৌকিরের (৩) লাশ নিজ বসতঘরে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মৃতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।