মোস্তাফিজুর রহমান: লালমণিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশি এক চাচা শামসুল ইসলামের (৪৫) বিরুদ্ধে।শামসুল ইসলাম ঐ এলাকার মৃত জফুর উদ্দিনের ছেলে। ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে লালমণিরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়,বাবা-মা বাড়িতে না থাকায় শামসুল কৃষি জমিতে কীটনাশক স্প্রে মেশিন আনতে যায়।তখন বাড়িতে কেউ না থাকায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে।এ সময় স্থানীয় দুজন মহিলা শামসুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেললে তাকে আটকানোর চেষ্টা করেন।এক পর্যায়ে তাদেরকে ধাক্কা দিয়ে অভিযুক্ত শামসুল পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ শাহ আলম মামলা করার বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি তদন্ত করার জন্য এসআই রেজাউল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।অভিযুক্ত শামসুল পলাতক রয়েছে।পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।
মহামারী করোনায় আজও ২৪ জনের প্রাণহানি
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্তের সংখ্যা এক হাজার ৬৯৬ জন।এর মধ্যে ২৪ জন প্রাণ হারিয়েছেন।এখন পর্যন্ত সব মিলিয়ে...