ফের পদ্মার ভাঙন শুরু হয়েছে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়ার ৩ নম্বর ফেরি ঘাট এলাকায়। একটি খাবার হোটেলসহ বেশ কিছু এলাকা শুক্রবার রাতের এ ভাঙনে বিলীন হয়ে গেছে। নতুন রো রো ফেরি ঘাট হুমকির মধ্যে রয়েছে। এ নিয়ে এ বছর তিন দফা ভাঙনের কবলে পড়ল শিমুলিয়া ফেরি ঘাটটি।
প্রত্যক্ষদর্শী বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আহম্মদ আলী বলেন, হঠাৎ এ ভাঙন দেখা দেয় শিমুলিয়া ৩ নম্বর ফেরি ঘাটের পশ্চিম পাশ দিয়ে। দেখা দিয়েছে বড় বড় ফাটল। নদীর পাড় ভেঙে যাচ্ছে তা বোঝা যায়নি ভাঙনের আগ মুহূর্ত পর্যন্ত।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির বলেন, শুক্রবার হঠাৎ রাত ৯টার দিকে শুরু হয় পদ্মার ভাঙন। এতে নদীতে বিলীন হয়ে যায় রো রো ফেরি ঘাটের পশ্চিম পাশের অনেকটা জায়গা। পদ্মার ভাঙনে নদী গর্ভে চলে গেছে একটি খাবার হোটেল।
গত কোরবানির ঈদের সময় দুই দফা পদ্মার ভাঙনে সম্পূর্ণ বিলীন হয়ে যায় শিমুলিয়া ঘাটের ৩ নম্বর রো রো ফেরি ঘাট এবং ভিআইপি ফেরি ঘাট। পরে বালুর বস্তা ফেলে পুনরায় চালু করা হয় ৩ নম্বর রো রো ফেরি ঘাটটি।