ময়মনসিংহ জেলার ভালুকায় বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অব্যাহত রেখেছেন।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হালুয়াঘাট থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস কলেজগেট এলাকায় নিয়ন্ত্রণ হারানোর কারণে একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ছয়জন যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন দুজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।