মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে শিক্ষা কার্যক্রম ক্রম ব্যাহত হচ্ছে।এমতাবস্থায় অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিনামূল্যে টেলিটকের ইন্টারনেট সুবিধা দেয়া হচ্ছে।বুধবার (০৯ সেপ্টেম্বর) টেলিটকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আরো পড়ুন:
১.সৌদি আরবে হুথির একাধিক ক্ষেপণাস্ত্র হামলা
.২ সেই ছয়ফুল পেলেন প্রধানমন্ত্রীর উপহার
শিক্ষার্থীরা অনলাইনে ইউজিসির প্লাটফর্ম বিডিরেনের মাধ্যমে জুম অ্যাপ ব্যবহার করে ফ্রি ক্লাস করতে পারবেন। সকল টেলিটক সিম থেকে এই সুবিধা পাওয়া যাবে তবে শিক্ষার্থীর ন্যূনতম ডাটা ব্যালেন্স থাকতে হবে বলে জানায় কোম্পানিটি।
ফ্রি ক্লাসের এই সেবা পেতে হলে শিক্ষার্থীদেরকে প্রতিমাসে ১০০ টাকা রিচার্জ করতে হবে। রিচার্জ করা টাকা মূল একাউন্টে জমা হবে। পরবর্তীতে যা ভয়েস কল ও ডাটার জন্য খরচ করা যাবে। অব্যবহৃত টাকা পরের রিচার্জে যুক্ত হবে।অবশ্য বিডিরেন প্ল্যাটফর্মে যুক্ত থাকলে ডাটা চার্জ করা হবে না বলেও জানায় এই সেবাদাতা প্রতিষ্ঠান।