বোনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে ভাইয়ের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁওয়ের পৌর এলাকার কৃষ্ণপুরা গ্রামে।নিহতের নাম অর্পণ চক্রবর্তী (১৮)। সে একই গ্রামের কুমকুম চক্রবর্তীর একমাত্র ছেলে।
আরো পড়ুন:-
১. বিএনপির গুলশান কার্যালয়ে সংঘর্ষ
২. বাংলাদেশের অগ্রগতির প্রশংসা পাকিস্তানি গণমাধ্যমে
অর্পণ চক্রবর্তীর পরিবার জানায়, পল্লী বিদ্যুতের মেইন লাইন তাদের ঘরের চালের ওপর দিয়ে টেনে নেয়া হয়।এ সময় বাতাসে টিনের চালের সাথে বিদ্যুতের তারের ঘর্ষণে তার লিকেজ হয়ে পড়ে।এতে করে সম্পূর্ণ ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। তখন অর্পণের ছোট বোন আঙিনায় ভেজা কাপড় ছড়াতে গেলে বিদ্যুস্পর্শ হয়।এ সময় ছোট বোনকে বাঁচাতে গিয়ে বিদ্যুস্পর্শ হয়ে অর্পণ চক্রবর্তীর মৃত্যু হয়।
পল্লী বিদ্যুতের দায়িত্ব অবহেলার কারণে ছেলের মৃত্যুর ঘটনায় পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে পারিবারিক সূত্র জানায় যায়।