মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় দুইটি বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঘিরঢাল এলাকায় দুই বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ সময় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত বাসে আরও অনেকে আটকা আছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এলাকাবাসী জানায়, দুর্ঘটনা স্থলে খুলনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচ, বরিশাল থেকে যশোরগামী একটি কোচ এবং একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। সে সময় একটি বাস সড়কের পাশের পানি ভর্তি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী উদ্ধার তৎপরাতায় অংশ নেয়।