যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পূর্ব ঘটনার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ সংঘর্ষের ঘটনা ঘটে।অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে নিহতরা হলো,বগুড়ার শিবগঞ্জ উপজেলার নানু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭), একই জেলার শেরপুর উপজেলার মহিপুরের আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৮) এবং খুলনা দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮)।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কিশোর উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক মুশফিক জানান, ‘কয়েকদিন আগে সংশোধনাগারে কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার জের ধরে আজ (১৩ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার পর পরই সংঘর্ষের সূত্রপাত হয়।’