বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার কাঁচাবাজার বস্তিতে অগ্নিকান্ড ঘটে। এর ফলে বস্তির ৬ টি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দ্রুত কার্যক্রমে বস্তিটির প্রায় ১শতাধিক ঘর আগুন থেকে রক্ষা পায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের প্রধান কর্মকর্তা এরশাদ হোসেন জানায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি ) রাত পৌনে ৮ টা নাগাদ কাঁচা বাজার বস্তির একটি ঘর থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। এমাতবস্থায় নবোদয় হাউজিং এলাকার ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপরই দ্রুত মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৩ টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে দেয়।
রাজধানির মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ জানায়, অগ্নিকাণ্ডের ফলে নবোদয় হাউজিং এলাকার কাঁচা বাজার বস্তির মাঝখানের ৬ টি ঘর অগ্নিকান্ডে সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় আধঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।