সংসদ সদস্য একেএম শামীম ওসমানের হস্তক্ষেপে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে এক বৃদ্ধ দম্পতিকে।
জানা যায়, কভিড-১৯ এর উপসর্গ থাকার কারণে অসুস্থ বৃদ্ধ দম্পতিকে ভর্তি নিচ্ছিল না কোনো হাসপাতাল। অবশেষে একেএম শামীম ওসমানের হস্তক্ষেপে তাদেরকে ভর্তি করা হয়।
গত ৩০ জুন ওই দম্পতির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তারা হাসপাতালের দারস্থ হন। কিন্তু করোনাভাইরাসের উপসর্গ থাকার কারণে সরকারি-বেসরকারি কোনো হাসপাতালই তাদের ভর্তি নিচ্ছিল না। পরে বিষয়টি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান জানতে পেরে মোবাইল ফোনে কথা বলে তাদেরকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল হক রাজু বলেন, আমার চাচা অহিদুল ইসলাম মেম্বার (৬৬) এবং চাচি জয়দুন নেছাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে নেয়া হলে কভিড-১৯ পরীক্ষার কোনো রিপোর্ট না থাকায় কেউ ভর্তি নেয়নি। এতে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরিবারের অনেকে কান্নাকাটি শুরু করেন।
তিনি বলেন, পরে আমি বিষয়টি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যকে জানালে তিনি নারায়ণগঞ্জ করোনা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমার চাচা-চাচিকে ভর্তি করার ব্যবস্থা করে দেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।