নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে এক নারীকে নির্যাতন ও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচী চলছে ৷ সোমবার (০৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে এ বিক্ষোভ শুরু হয়ে এখনো চলছে৷ ‘বন্দি সময়ের চিৎকার’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন প্রগতিশীল ছাত্র-জোটের নেতাকর্মীরা৷ এদিকে, শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করায় আপাতত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে৷
বিক্ষোভরীরা ধর্ষণবিরোধী নানারকম স্লোগান দিচ্ছেন৷ প্রথমে তারা শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন এতে পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়৷ তারা রাস্তা ছেড়ে না দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিক্ষোভ কারীদের।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘সারাদেশে একের পর এক ধর্ষণ ঘটেই চলেছে৷ সম্প্রতি সিলেটের এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে৷’
এদিকে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, রাস্তার উপরে ধর্ষণ বিরোধী মাইম প্রদর্শনী করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।অপরদিকে, ধর্ষণের বিরুদ্ধে জাতীয় জাদুঘরের সামনে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদল মানববন্ধন করেছেন।