অবৈধ ভাবে মাটি কেটে জমি ভরাট করার সময় সাবমেরিন লাইন কেটে সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্থ করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (০৯ আগস্ট) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের লাইন কেটে ফেলা হয় ফলে সারাদেশে ইন্টারনেটের গতি কমে যায়।
পরে এ ঘটনায় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের নিরাপত্তা কর্মকর্তা হারুন অর রশিদ আটজনের বিরুদ্ধে মহিপুর থানায় মামলা করেন।এতে সোমবার (১০ আগস্ট) দুপুরে মহিপুর থানা পুলিশ কুয়াকাটা পৌর মেয়রের ভাই হোসেন মোল্লা ও মাটি ব্যবসায়ী আবুল হোসেনকে গ্রেফতার করেন।
এদিকে সাবমেরিন লাইন কেটে যাওয়ার খবর পেয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে রাত সাড়ে ১২টার পর কেটে ফেলা পাওয়ার সাপ্লাই লাইন পুনরায় সংযোগ স্থাপন করলে ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়।