বাস ও অটোরিকশা সংঘর্ষে সিলেটের গোলাপগঞ্জে নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বাস ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
শনিবার (২৯ আগস্ট) সকালের দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনাটি ঘটার সাথেসাথে হতাহতদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। স্থানীয়রা আহত হওয়া সকলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনাটির সত্যতা সম্পর্কে সিলেটের গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরীর কাছ থেকে নিশ্চিত হওয়া যায়।