রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় জান্নাতুল ফেরদাউস সাথী (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী ১০০ টাকা না পেয়ে আত্মহত্যা করেছে।
গতকাল রোববার রাত ৯টার দিকে চন্দ্রঘোনা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় কেপিএম স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন সাথী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে জান্নাতুল ফেরদাউস সাথী বান্ধবীর জন্মদিনে যাওয়ার জন্য তার মায়ের কাছে ১০০ টাকা চায়। প্রথমে টাকা দিতে না চাওয়ায় সে অভিমান করে। পরে জান্নাতুল ফেরদাউস সাথীর মা পাশের বাড়িতে টাকা আনতে যায়। সেখান থেকে ফিরে এসে দেখেন তার সাথী ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। সাথীর মায়ের চিৎকারে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
কাপ্তাই থানার ওসি নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি সোমবার(আজ) সকালে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।