অপরাধী দলীয় পরিচয়ধারী কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।সকালে নিজের সরকারী বাস ভবনে নিয়মিত ব্রিফিং এ কথা বলেন তিনি। এসময় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট বলে হুঁশিয়ারি দেন তিনি।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শুধু স্বাস্থ্য খাতেই নয়, যে কোনো খাতের অনিয়ম, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল। সুতরাং কেউ দুর্নীতি কিংবা অপরাধ করে পার পাবে না, সে যত ক্ষমতাবানই হোক না কেন।
এদিকে কোভিড-১৯ সংকটের মধ্যেই দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে।এ সময় বন্যার্তদের পাশে আওয়ামী লীগের নেতাকর্মীদের দাঁড়ানোর জন্য আহ্বান জানান এ নেতা।
বর্তমানে ৬৬টি ল্যাবে করোনা টেস্ট হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন,সরকার এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে । সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালসহ অন্যান্য সংশ্লিষ্টদের জনস্বার্থে পিসিআর ল্যাব স্থাপনে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান মন্ত্রী।