কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা আসায় বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অতি শিগগির এ ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
সোমবার (২৯ জুন) সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সমাপনি আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক মাসে খাবারের বিল ২০ কোটি টাকা।এটি অস্বাভাবিকই মনে হচ্ছে।এটি আমরা পরীক্ষা করে দেখছি।যদি কোন অনিয়ম হয়, আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এ প্রশ্ন তুললে তার জবাবে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা স্বরণ করিয়ে দিয়ে আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।