মহামারী করোনাভাইরাস মোকাবেলায় আওয়ামীলীগের নেতাকর্মীরা জনগণের জন্য আত্মত্যাগ করলেও অন্য দল মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার(০৩ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন,’আজকে যে কারণে আমার প্রায় ৫২২ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। এই যে এত বড় স্যাকরিফাইস আর কোনো দল তো বোধহয় করেনি। সাংগঠনিক শক্তিটা হচ্ছে সবচেয়ে বড়। এই মহামারী মোকাবেলার সময় তারা যখন মাঠে নেমেছে, তখনই সেটা প্রমাণিত হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, আমি তো প্রাইভেটে টেলিভিশন দিয়েছি, প্রাইভেটে রেডিও দিয়েছি, অনেক পত্রিকা। যে যার মতো আপন মনের মাধুরী মিশিয়ে বলেই যাচ্ছে। কিন্তু তাদেরকে কিন্তু মাঠে মানুষের পাশে দেখা যায়নি।
তিনি আরো বলেন, ‘এই দুঃসময়ে মানুষের পাশে শুধু আওয়ামী লীগই আছে।কারণ আওয়ামী লীগ জনগণের সংগঠন। আওয়ামী লীগ জনগণের স্বার্থে কাজ করে।’
করোনা কালে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমি মনে করি খুব বেশি যাতায়াত না করলেও সাংগঠনিক কার্যক্রমগুলো আমাদের একটু অব্যাহত রাখতে হবে।