ফ্লাইওভারসহ অন্যান্য উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও জনদুর্ভোগ কমাতে আদেশ দেন তিনি।
ঈদকে সামনে রেখে সরকারি বাসভবন থেকে গাজীপুরের মেয়র, সংসদ সদস্য, সড়ক বিভাগ ও আইনপ্রয়োগকারী সংস্থার সাথে যৌথ এক ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন ওবায়দুল কাদের।
ভিডিও কনফারেন্সে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা এবং বাইপাস, নবীনগর হয়ে এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ করারও নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, এমনটি হলে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে।
ঈদের আগের ৩ দিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।এ সময় গার্মেন্টসগুলো ছুটি দেয়ার ক্ষেত্রে বিজেএমইএর সাথে সমন্বয় করতে প্রশাসনকে আদেশ দেন।