প্রয়োজন অনুযায়ী পরিমাণমত চাল আমদানির অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (০৬ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খাদ্যমন্ত্রীকে উদ্ধৃত করে পাঠানো ঐ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পরিমাণ চাল আমদানির অনুমতি দিয়েছেন।মিল মালিকরা চুক্তিমূল্যে সরকারকে চাল সরবরাহ না করায় এ আমদানির সিদ্ধান্ত হয়।
এদিকে এবার ধানের বাম্পার ফলন হলেও চুক্তিমূল্যে সরকারকে চাল সরবরাহ করছিলেন না মিল মালিকরা।খাদ্যমন্ত্রী বেশ কয়েকবার হুশিয়ারি দিয়েছিলেন মালিকরা চুক্তি অনুযায়ী সরকারকে চাল না দিলে চাল আমদানি করা হবে।
অপরদিকে, ৩৬ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ১০ লাখ টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজিতে দেড় লাখ টন আতপ চাল এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজিতে আট লাখ টন বোরো ধানসহ চলতি বছর সাড়ে ১৯ লাখ টন বোরো ধান-চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার।