চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ বছরের জন্য নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।পরীক্ষার পরিবর্তে নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উত্তীর্ণ করার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।
এ সংক্রান্ত সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাচ্ছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত সারাংশ প্রস্তাবনা আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন বলেন, পরীক্ষা না নেওয়ার জন্য আমরা সারাংশ পাঠাবো। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে জিও জারি করবো।’ তিনি আরো জানান,শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করবে।
বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী করোনা বিপর্যয়ের কারণে আগামি বছর নতুন শিক্ষাবর্ষ মার্চ থেকে শুরু হবে।তবে নতুন বই জানুয়ারির প্রথম দিন থেকেই দেয়া শুরু হবে। আর চলমান শিক্ষাবর্ষ ফেব্রুয়ারিতে শেষ হবে।এছাড়াও পরিস্থিতি ভালো হলে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।