বিনামূল্যে করা করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার জন্য এবার সরকারিভাবে ফি নির্ধারণ করে দেয়া হচ্ছে। স্বাস্থ্য সংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য জানিয়েছে। তবে সূত্রটি ফি কত নির্ধারিত করা হচ্ছে- সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলতে পারেনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে, দিন দিন টেস্ট বাড়ছে। ফল স্বরুপ প্রতিদিন অনেক টাকা খরচ হয়। সেজন্য সামান্য ফি নির্ধারণ করে টেস্ট করার একটা চিন্তা-ভাবনা চলছে। হিসাব-নিকাশ শেষে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেয়া হবে এবং ঘোষণা দেয়া হবে।
কত হতে পারে সীমিত ফি ? জানতে চাইলে সূত্রটি জানায়,একটা খসড়া তৈরি করা হয়েছে। সরকারি হাসপাতালে ভর্তি হয়ে কিংবা গিয়ে অথবা সরকারি বুথগুলোতে ২০০ টাকা ফি দিতে হতে পারে। আর যদি কেউ বাসা থেকে টেস্ট করাতে চান, তবে ৫০০ টাকা ফি দিতে হতে পারে। যদিও এটা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় দেশে ৩৪ জনের মৃত্যু ও ৩হাজার ৫শত ৪জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে।এর আগে গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী ধরা পরে আর প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।