জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আগামী ৮ নভেম্বর বসছে। ওই দিন সন্ধ্যা ৬টায় সংসদের বৈঠক বসবে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এ বিশেষ অধিবেশন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর সাংবিধানিক ক্ষমতা বলে আহ্বান করেছেন।
এর আগে গত ২২-২৩ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে পরে তা স্থগিত করা হয়।
মহামারির করোনাভাইরাসের মধ্যে বাজেট অধিবেশনসহ তিনটি অধিবেশন বসে। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর একাদশতম সংসদের নবম অধিবেশন শেষ হয়। স্বাস্থ্যবিধি মেনে সেসব অধিবেশন পরিচালনা করা হয়। এছাড়াও সংসদ অধিবেশন চলাকালে দায়িত্বরত সব কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেওয়া হয়।