পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন আকামাধারীদের জন্য ২৪ দিন মেয়াদ বাড়াল সৌদি আরব।একই সাথে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।আগামী রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাস খুলছে বলেও জানান তিনি।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি জানিয়েছেন , বাংলাদেশ বিমানকে রিয়াদ ও জেদ্দার মত শহরগুলোতে সপ্তাহে মোট ৪টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ঢাকাস্থ সৌদি দূতাবাস করোনা সংক্রান্ত নিয়মাবলী মেনে আগামী রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে খুলবে।
মহামারী করোনায় আজও ২৪ জনের প্রাণহানি
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্তের সংখ্যা এক হাজার ৬৯৬ জন।এর মধ্যে ২৪ জন প্রাণ হারিয়েছেন।এখন পর্যন্ত সব মিলিয়ে...