করোনা মহামারীর কারণে ছুটিতে এসে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবে ফেরাতে টিকিট বিক্রি শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আটকেপড়া প্রবাসীদের ফেরাতে আরও দুটি বিশেষ ফ্লাইট বাড়িয়েছে।
রাজধানীর কারওয়ানবাজারের হোটেল সোনারগাঁওয়ের অফিস থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পরে টিকিট বিক্রি শুরু করে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।
অপরদিকে কয়েকদিন ধরে কর্মস্থল সৌদিতে ফিরতে টিকিট ও আকামা কিংবা ভিসার মেয়াদ জটিলতা নিয়ে বিক্ষোভ করার পর অবশেষে সৌদির টিকিট পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করছেন প্রবাসীরা।এছাড়াও যারা রিটার্ন টিকিট কেটে এসেছিলেন, কিন্তু ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ফিরতে পারেননি, তাদের বিনা খরচে টিকিটের মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে।
মহামারী করোনা সংক্রমণের কারণে মার্চের শেষের দিকে বিশ্বের বিভিন্ন দেশের মতো সৌদি আরবের সাথেও সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যায়। এতে ছুটিতে দেশে আসা অনেক প্রবাসী কর্মীরা ঠিক সময়ে আর ফিরতে পারেননি। এরমধ্যে হঠাৎ করেই সৌদি সরকার ঘোষণা দেয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সৌদি আরবে ফিরতে হবে কর্মীদের।