পবিত্র আশুরা উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) সব ধরনের তাজিয়া ও শোক মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।করোনা পরিস্থিতির কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়, তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে বলেও জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (২৬ আগস্ট) এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:তাজিয়া মিছিলে শরীর রক্তাক্ত করা হারাম:আয়াতুল্লাহ খামেনি
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণ রুখতে ঢাকা মহানগর এলাকায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে ৩০ আগস্ট তাজিয়া ও শোক মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে।কিন্তু অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পট্কা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাজিয়া মিছিলে শরীর রক্তাক্ত করা হারাম বলে ফতোয়া দিয়েছেন।