কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে টেলিফোন করে সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে ফোন করে এ সমবেদনা জানান।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রী নিহতের পরিবারকে সুষ্ঠ তদন্ত ও বিচারের আশ্বাস দেন।একই সাথে আর্থিক সহায়তা দেয়ার ঘোষনাও দেন।
এদিকে নাসিমা আক্তার গণমাধ্যমকে বলেন,আমি প্রধানমন্ত্রী বলেছিলাম এখন তো আর ছেলেকে ফিরে পাব না তবে সঠিক বিচার চাই।জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমিও একই পথের পথিক।আপনাকে কিছু বলার ভাষা নেই।তিনি আমাকে বিচারের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।