জেলা প্রতিনিধি:লালমণিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে একটি টিম ভেলাগুড়ি ইউনিয়ন মাদকের চেতনার বাজার এলাকায় অভিযান চালিয়ে বাইসাইকেল ও ৫ কেজি গাঁজা সহ আমিনুর রহমান ও শহিদুল আলী নামে দুজনকে আটক করে।
একই সময়ে পাটিকাপাড়া ইউনিয়নের কারবালা দিঘির পাড় এলাকায় মোটরসাইকেল ও ৫ কেজি গাঁজা সহ এসআই ইব্রাহিম হোসেন এর নেতৃত্বে আহেদ আলী(২৫) টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ীর বাসিন্দা কে আটক করে।
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম সত্যতা নিশ্চিত করেন বলেন, তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মহামারী করোনায় আজও ২৪ জনের প্রাণহানি
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্তের সংখ্যা এক হাজার ৬৯৬ জন।এর মধ্যে ২৪ জন প্রাণ হারিয়েছেন।এখন পর্যন্ত সব মিলিয়ে...