সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত উপ-নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, ‘কোথাও নির্বাচনি গোলোযোগ হয়নি। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। এর কারণ করোনার প্রাদুর্ভাব। পাশাপাশি উপ-নির্বাচনে মানুষ কম আগ্রহী হয়।’নির্বাচন নিয়ে বিএনপি ভীতি ও শঙ্কার পরিবেশ তৈরি করে বলেও জানান তিনি।প্রতিদিনের নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে বুধবার (২১ অক্টোবর) তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
এদিকে ‘সহযোগী সংগঠনগুলোর সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে অভিযোগ-আপত্তি থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থা রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,‘যে কোনও অভিযোগ-আপত্তি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আইনি কাঠামোর মধ্যে সমাধান করা হবে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে নির্দেশই দিয়েছেন।
‘নির্বাচনি পরিবেশ নেই’ বলে বিএনপির অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা দেখায়। তারা এমন পরিস্থিতি তৈরি করে যে তাদের ভোটাররাও কেন্দ্রে আসে না। নির্বাচনে অংশ নিয়েও ভোট কেন্দ্রে এজেন্ট দেয় না। পরে উল্টো অভিযোগ করে যে, তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।’