সাম্প্রতিক সময়ে চলমান শুদ্ধি অভিযানের সমালোচনা করায় বিএনপিকে একহাত নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, তাদের মুখে বর্তমান সরকারের চলমান শুদ্ধি অভিযানকে নাটক বলে পরিহাস করা মানায় না।’ শনিবার (১৮ জুলাই) নিজের সরকারি বাসভবনে প্রতিদিনের অনলাইন ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সমালোচনাকারীরা সরকারের বিরুদ্ধে বিষোদগার করাকেই দেশ ও জনগণের প্রতি তাদের দায়িত্ব পালনের ব্রত করে নিয়েছে। এ মহলটি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সমর্থন ও সহযোগিতা না দিয়ে বরং অন্ধ সমালোচনা করছে।’
সরকার দুর্নীতি পৃষ্ঠপোষকতা করছে-এরূপ অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল,দেশ ছিল দুর্নীতিবাজদের অভয়ারণ্য।’
হাসপাতালগুলোতে উপযুক্ত পরিবেশ তৈরি করে করোনা রোগীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।এ সময় করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসা অব্যাহত রাখতে আক্রান্তদের পাশে থেকে মৃত্যুবরণ করা চিকিতৎসকদের আত্মার শান্তি কামনা করেন তিনি।