জয়পুরহাটের কালাই পৌরসভার উপ-নির্বাচনে ভোট গ্রহণের পূর্বে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আনিছুর রহমান তালুকদার।শনিবার (১০ অক্টোবর) ১২টা নাগাদ তিনি ভোট বর্জনের এ ঘোষণা দেন।এ সময় তিনি ফের নির্বাচন দেয়ার দাবি জানান।
আনিছুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘সবগুলো ভোটকেন্দ্র থেকে আমাদের এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। ভোটাররা ভোট দিতে গেলে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর লোকজন ভোট দিতে বাধা দিয়ে নিজারাই নৌকা মার্কায় ভোট দিচ্ছেন।’
প্রশাসনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করে তিনি বলেন, ‘ প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগসাজশে নৌকার প্রার্থী তৌফিকুল ইসলাম বেলালকে বিজয়ী করার জন্য কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে ভোট কারচুপি করেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী তৌফিকুল ইসলাম বেলাল বলেন, ‘নির্বাচনে পরাজিত হবে যেনে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থী। তিনি যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।’
জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৯টি কেন্দ্রে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি কালাই পৌরসভার মেয়র হালিমুল আলম জন মারা গেলে পদটি শূন্য হয়।