আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে দেশে হত্যা, সন্ত্রাস, নারী ও সংখ্যালঘু নির্যাতনের যে অভয়ারণ্য তৈরি করেছিল তা বিএনপি ভুলে গেলেও এদেশের মানুষ ভোলেনি।বৃহস্পতিবার (০৮ অক্টোবর) তার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি। ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।’
বিএনপি ক্ষমতায় থাকতে বহু আওয়ামীলীগের নেতা-কর্মী নির্যাতিত হয়েছে উল্লেখ্য করে ওবায়দুল কাদের বলেন,বিএনপি আমলে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যা, হাজারও নারীকে ধর্ষণ করা হয়েছে। কেউ বিচার পায়নি, বিচারের বাণী নিভৃতে কেঁদেছে।
তিনি আরো বলেন, পক্ষান্তরে শেখ হাসিনার সরকার কোনও অপরাধ আড়াল করতে চায় না, কোনও অপকর্ম রাজনৈতিক রং দিয়ে আড়াল করতে চায় না। অপরাধকে অপরাধ হিসেবে দেখে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে। তারা বছরের পর বছর এই একই ঢোল বাজিয়ে যাচ্ছে। আন্দোলন-নির্বাচনে চরমভাবে ব্যর্থ বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা। তাদের নেত্রীর মুক্তির জন্য আন্দোলন তো দূরের কথা, একটু চাপও তৈরি করতে পারেনি।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টায় মেতে উঠেছে।দেশে-বিদেশে কোথায় সরকারবিরোধী গোপন বৈঠক হচ্ছে সে ব্যাপারে আমরা সজাগ।’