বিএনপির সাংসদেরা বাজেটের কপি ছিড়ে ফেলে সংসদের প্রতি চরম অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন,বিএনপি দেশে একটি হতাশাজনক পরিস্থিতি দেখতে চেয়েছে।
প্রতিদিনের ব্রিফিং এ নিজ বাসভবন থেকে যুক্ত হয়ে বৃহস্পতিবার (০২জুলাই) এসব কথা বলেন তিনি।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতির এই ক্রান্তিকালে বিএনপি দায়িত্বশীল আচরণ করেনি।তারা বাজেট প্রত্যাখানের নামে যা করেছে তা মহান সংসদের প্রতি চরম অবমাননাকর ও শপথভঙ্গের শামিল।
তিনি আরো বলেন, আমরা মানুষের মাঝে আশার আলো সঞ্চার করতে পেরেছি যা এই মহামারিতে অত্যন্ত প্রয়োজন।কোন কোন দেশ বাজেট প্রণয়নে ব্যর্থ হয়ে বিশেষ আইনে বাজেট স্থগিত করেছে। কিন্তু আমরা বাজেট দিতে পেরেছি।