স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতিয়তাবাদি দল (বিএনপি)।এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, শনিবার (০৩ অক্টোবর) দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি দেশে ছাত্রলীগের সন্ত্রাস, গণধর্ষণ বিষয়েও স্থায়ী কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। গত ৯ মাসে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা ও সদস্যদের এ ধরনের হীন কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি ।
শনিবার (০৩ অক্টোবর) বিকাল ৫টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির এই ভার্চুয়াল সভায় লন্ডন থেকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ অন্যরা।