বর্তমান সরকারকে ভোটারবিহীন ফ্যাসিস্ট সরকার আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার একতরফাভাবে ক্ষমতায় থাকার পথ পরিষ্কার করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
আরো পড়ুন:-১.৫ উপনির্বাচনেই অংশ নিবে বিএনপি
২. বিএনপি সংসদের প্রতি চরম অবমাননা করেছে:কাদের
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইনসহ অনেকগুলো মৌলিক সংশোধনী আনতে নির্বাচন কমিশনের উদ্যোগ অপ্রয়োজনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, সরকার নির্বাচন কমিশনে শেষ পেরেক ঠুকেছে। কমিশনের ক্ষমতা কমিয়ে নিজের ক্ষমতা একতরফা করতে চায় সরকার।প্রস্তাবিত আরপিও (ভোট গ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ) এর মাধ্যমে আগামীতে নির্বাচন কমিশনবিহীন প্রহসনের নির্বাচন সরকার করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।