পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অবাক করা একটি দিন। এই দিনে একইসঙ্গে বাংলাদেশের সাবেক ৩ রাষ্ট্রপতির শুভজন্মদিন পালন করা হয়। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, শাহাবুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ইংরেজি মাস ফেব্রুয়ারীর প্রথম দিনেই জন্ম গ্রহন করেন।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ খ্রিস্টাব্দ ১ ফেব্রুয়ারী জন্মগ্রহন করেন। ব্রিটিশ ভারত এর কুচবিহারে তিনি জন্ম গ্রহন করেন। তিনি ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১৪ই জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একই সাথে ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি আরেক সাবেক রাষ্ট্রপতি ও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন। এরশাদের পরে তিনি ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আবার ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ১৯৩১ সালের ১ ফেব্রুয়ারিতে জন্মগ্রহন করেন। তিনি মুন্সিগঞ্জ জেলার নারায়ণগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এক-এগারো সেনাসমর্থিত সরকারের কারণে সবচেয়ে আলোচিত রাষ্ট্রপতি হিসেবে পরিচিত। তিনি ২০০২ সালে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। তৎকালীন সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ও ছিলেন। তিনি ২০০৯ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।